সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে ধরা পড়ছে কোটি টাকার চিনি। এর পরও থামছে না চোরাচালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারিরা পাল্টেছে কৌশল। বুঙ্গার চিনি গন্তব্যে নিয়ে আসতে নানা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। ট্রাক ভর্তি চিনির ওপর পাথরসহ বিভিন্ন পণ্য রেখে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। এমন একাধিক চালান…