শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
চিনিতে সয়লাব সীমান্ত

সিলেটে বড় অভিযানেও থামছে না চিনি চোরাচালান

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে ধরা পড়ছে কোটি টাকার চিনি। এর পরও থামছে না চোরাচালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারিরা পাল্টেছে কৌশল। বুঙ্গার চিনি গন্তব্যে নিয়ে আসতে নানা কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। ট্রাক ভর্তি চিনির ওপর পাথরসহ বিভিন্ন পণ্য রেখে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। এমন একাধিক চালান জব্দের পর বিষয়টি নজরে আসে। সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যেও থামছে না চোরাচালান। জলমগ্ন সড়ক দিয়েই ছুটছে ভারতীয় চোরাই চিনির গাড়ি। মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, সিলেট মহানগরের সবকটি প্রবেশপথে পুলিশের তল্লাশি রয়েছে। পুলিশ সতর্ক থাকায় প্রায়ই ভারতীয় চিনির চালান ধরা পড়ছে। কৌশল পরিবর্তন করেও চোরাকারবারিদের পার পাওয়ার সুযোগ নেই।

জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে চিনি আসে। ভারতে চিনির মূল্য বাংলাদেশের প্রায় অর্ধেক হওয়ায় অধিক মুনাফার লোভে অনেকেই জড়াচ্ছেন চোরাকারবারে। প্রায় এক বছর ধরে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চিনি চোরাচালান হলেও শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি ছিল কম। সম্প্রতি সিলেট-তামাবিল মহাসড়কসহ শহরে ঢোকার সবকটি প্রবেশমুখে পুলিশি নজরদারি বাড়ায় চোরাকারবারিরা ‘বুঙ্গার চিনি’ নামে পরিচিত ভারতীয় চিনি পরিবহনে কৌশলী হয়েছেন। গত বুধবার বিকালে শাহপরাণ বাইপাস সড়কের বিকেএসপির সামনে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। তেরপল দিয়ে মোড়ানো ট্রাকটি জব্দের পর প্রথমে তাতে ভাঙা পাথর দেখা যায়। পরে পুলিশ সদস্যরা ট্রাকের ওপর থেকে কিছু পাথর সরালে বের হয়ে আসে ভারতীয় চিনির বস্তার স্তূপ। জব্দ ট্রাকটি থানায় নিয়ে চিনির বস্তা আনলোড করা হয়। ট্রাকে পাওয়া যায় ২৭৫ বস্তা ভারতীয় চিনি; যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ ১৭ হাজার টাকা। এ ঘটনায় ট্রাকচালক হবিগঞ্জ জেলা সদরের নিজামপুরের আকসির মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করা হলেও চিনির মূল মালিক রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। এর আগে ১৪ জুন একই কায়দায় পরিবহনের সময় ২০০ বস্তা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করে পুলিশ। আটক করা হয় দুজনকে। সিলেটে সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান জব্দ করা হয় ৬ জুন। মহানগরের জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। প্রায় পৌনে ২ কোটি টাকা মূল্যের চিনির ওই চালানের ঘটনায় এখন পর্যন্ত তিনজন আটক হলেও মূল হোতারা অধরা। একসঙ্গে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর কিছুদিন চোরাকারবারিরা সতর্ক ছিলেন। প্রায় বন্ধ ছিল চোরাকারবার। কিন্তু কয়েকদিন যেতে না যেতে ফের শুরু হয়। ১৫ জুন জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করে বিজিবি। এর মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এদিকে বন্যার মাঝেও সীমান্ত এলাকা থেকে জলমগ্ন রাস্তা দিয়ে চোরাকারবারিরা চিনি নিয়ে আসছেন মহাসড়কে। সেখানে বড় ট্রাক লোড করে নিয়ে যাওয়া হয় সিলেট শহরে। শহরের বিভিন্ন গুদামে রেখে ভারতীয় সিলযুক্ত বস্তা পরিবর্তন করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

সর্বশেষ খবর