শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
চিনিতে সয়লাব সীমান্ত

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত এলাকা নিরাপদ রুট

আলপনা বেগম, নেত্রকোনা

ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে নেত্রকোনা জেলার দুই সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। আর এই দুই উপজেলার বেশির ভাগ অংশই সীমান্ত। এসব সীমান্ত দিয়ে অবাধে চোরাকারবারিরা ভারতীয় চিনি, মাদক, গরু, কসমেটিক, শাড়িসহ বিভিন্ন জিনিস আনছে। মাঝেমধ্যে ধরাও পড়ছে। কিন্তু ধরা পড়ার সংখ্যা একেবারেই নগণ্য। আবার পাশের জেলা ময়মনসিংহের ধোবাউড়া দিয়ে নেত্রকোনার পূর্বধলা হয়েও নানান জিনিসপত্র ঢুকছে। কখনো কখনো পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শুধু পাচার হওয়া  ফল, চিনি মাদক, শাড়ি জব্দ হয়। সবচেয়ে বেশি আসছে ভারতীয় চিনি। যা প্যাকেট বদল করে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয়। তবে এগুলোর সঙ্গে জড়িত যারা তারা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। চালকসহ গাড়ির হেলপাররা ধরা পড়ে। মূল ব্যবসায়ীরা থাকেন অধরাই। এদিকে গরুসহ অন্যান্য জিনিসপত্র পাচার কখনো কমে এলেও চিনির ব্যবসা রমরমা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২১ এপ্রিল ১২০ বস্তা চিনিসহ মহর আলী নামে এক ব্যক্তিকে কলমাকান্দা থানা পুলিশ নাজিরপুর এলাকা থেকে আটক করে। এর আগে ১৮ মার্চ দুর্গাপুর দিয়ে পাচারকালে ৩৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। কাভার্ড ভ্যানে করে আনা ৩৪০ বস্তায় ৫০ কেজি করে মোট ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় চিনি আনা নেওয়ায় জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে ভ্যানের হেলপার জুনাইদ হোসেন (১৬) নামের এক কিশোরকে আটক দেখিয়েছে পুলিশ। আটক হেলপার জুনাইদ নোয়াখালীর কামাল উদ্দিনের ছেলে। একই মাসের ২৭ মার্চ কলমাকান্দায় ২৯৫ বস্তা আনুমানিক ১৫ লাখ ৩৪ হাজার টাকার চিনি জব্দ করে তিন চোরাকারবারিসহ। ৯ জানুয়ারি কলমাকান্দায় ১৭০ বস্তা (৮ হাজার ৫০০ কেজি) চিনি জব্দ করে পুলিশ। এ ছাড়াও গত বছরের ১৮ সেপ্টেম্বর দুর্গাপুরে ভারতীয় ৪ হাজার ৪৫৫ কেজি (৯৯ বস্তা) চিনিসহ একটি ট্রাক জব্দ করে। একই বছরের একই মাসের ৩০ সেপ্টেম্বর দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকা থেকে ট্রাক আটকে ৫৫ বস্তায় ২ হাজার ৪৭৫ কেজি চিনি জব্দ করে পুলিশ। আটক করে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা মো. ওবায়দুল্লা হককে। কলমাকান্দা উপজেলা প্রশাসন গত বছরের ১ নভেম্বর প্রায় ২৫ মেট্রিক টন (৪৯৯ বস্তা) ভারতীয় চিনি নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে মজুদ থাকা অবস্থায় জব্দ করেন।

সর্বশেষ খবর