শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনী

রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘বীরাঙ্গনা’ উপাধি পাওয়া নারীদের নিয়ে ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ শিরোনামের এক গবেষণাধর্মী শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পী মাশরুক আহমেদের এ প্রদর্শনীটি ২৬ জুন পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীর গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে।

গতকাল বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের  ট্রাস্টি  মফিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক নাভিন মুর্শিদ, শিল্প সংগ্রাহক দুর্জয় রহমান, আলোকচিত্রী সাইফুল হক অমি ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ। ‘যুদ্ধ এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নারী মুক্তিযোদ্ধাদের নিজস্ব বয়ান তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী মাশরুক আহমেদ। ৪২৬ জন পুরুষ মুক্তিযোদ্ধা ‘বীরপ্রতীক’ খেতাব পেলেও নারীরা পেয়েছেন ‘বীরাঙ্গনা’ উপাধি। অথচ এ যুদ্ধের সময় শিকার হয়েছেন যৌননিগৃহ ও যুদ্ধাপরাধের। এ নারীরা খুব দ্রুতই আবারও নিজেদের ভুক্তভোগী হিসেবে আবিষ্কার করলেন, সেসব পুরুষের হাতে, যারা যুদ্ধাপরাধের শিকার এ নারীদের শুধু তাদের রাষ্ট্রীয় ঘোষণাকৃত আর্থিক সুবিধার কারণে গ্রহণ করলেন। আর এক কলঙ্কিত সত্তা হিসেবে এ রক্ষণশীল সমাজের মুখোমুখি একা করে ছেড়ে দিলেন। তাই তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এটাই এ প্রদর্শনীর শিল্পকর্মের মূল উপজীব্য। প্রদর্শনীটি স্থির আলোকচিত্র, চলচ্চিত্র এবং আর্কাইভের বিভিন্ন উপাদান সহযোগে সাজিয়েছেন শিল্পী।

সর্বশেষ খবর