শিরোনাম
শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

এবার ঢাকায় ফিরছে মানুষ

পরিবহন সংকট ও রাস্তার উন্নয়নকাজে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

এবার ঢাকায় ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। গতকাল কমলাপুর থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে এখনো ফিরছে কর্মজীবী মানুষ। নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। তবে যারা অতিরিক্ত ছুটি নিয়েছিলেন, তারাও এখন ফিরছেন কর্মস্থল ঢাকায়। বাস, ট্রেন, লঞ্চসহ সব পথেই আসছেন কর্মজীবীরা। যানজট ও ট্রেন শিডিউল বিপর্যয় না থাকায় অনেকটা নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন তারা। তবে সড়কপথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে অনেকের।

সরেজমিনে গতকাল কমলাপুর রেলস্টেশন, বাস টার্মিনালগুলো ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এসব বিষয়ে জানা যায়।

কমলাপুর রেলস্টেশনে কথা হয় দিনাজপুর থেকে আসা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘স্ত্রী-সন্তান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। ছুটি ছিল তিন দিনের। আমি আরও তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। কারণ সামনে আর বড় কোনো ছুটি নেই যে সবাই মিলে বাড়ি যাব। পরিবারের সবার সঙ্গে ভালোই ছুটি কাটিয়ে এলাম। ছুটি শেষ, বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে, তাই ফিরে এলাম।’

নীলফামারী থেকে ঢাকায় ফিরেছেন নিয়ামুন নাসির। তিনি বলেন, ‘ঈদে মাত্র চার দিনের ছুটি পেয়েছি। ওই অল্প ছুটিতে এত দূরে যাওয়া-আসা পোষায় না। তাই দুই দিনের অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। ছয় দিনের ছুটি কাটিয়ে এলাম। ট্রেনের যাওয়া-আসা দুটোই ভালো ছিল। কোনো সমস্যা হয়নি।’

আরেক যাত্রী সিদ্দিকুর রহমান এসেছেন রংপুর থেকে। তিনি বলেন, ‘শান্তিতেই ঢাকায় এলাম, ট্রেনে তেমন যাত্রী ছিল না। মানে ঈদের সময় যেমনটা হয় সে রকম হয়নি। সবাই হয়তো আস্তে-ধীরেই আসার পরিকল্পনা করেছে।’ কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার অগ্রিম টিকিটের যাত্রা হয়েছে। যাত্রীদের চাপ স্বাভাবিক আছে। ভালোভাবেই যাত্রীরা গন্তব্যে ফিরতে পারছেন। এদিকে অনেকে যেমন ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন, তেমনই যারা ঈদে ছুটি পাননি, বাড়ি যেতে পারেননি তারা এখন ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে।’

একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালেও। স্বস্তিতে নির্বিঘ্নে ঢাকায় ফিরছে ঈদে গ্রামে যাওয়া মানুষ। যাত্রীর তেমন চাপ নেই। যেসব অফিস শুক্র ও শনিবার বন্ধ তারা মূলত শনি বা রবিবার সকালে এসে অফিস করবেন। সেজন্য ধীরে সুস্থে ঢাকায় ফিরছেন তারা। যাত্রাবাড়ী-সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা। বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে অব্যাহতভাবে ঢাকায় ফিরছে মানুষ। খুব বেশি ভিড় নেই। এসব স্পটেও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতি দেখা গেছে। যাত্রীরা বলছেন, যানজট ও মানুষের তেমন চাপ না থাকায় অনেকটা নির্বিঘ্নে এসেছেন। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে টিকিট কাটার অভিযোগ করেছেন অনেক যাত্রী। নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন সালামত উল্লাহ। তিনি বলেন, ‘ঢাকার ভাড়া সাধারণত ৫০০ টাকা। ঈদ উপলক্ষে নিয়েছে ৮০০। কারও কারও থেকে আরও বেশি নিয়েছে।’

সর্বশেষ খবর