শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানি এমরান মিয়া (২২)-কে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশের হোসনারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এমরান হোসনারঘাটের সাজিদ মিয়ার ছেলে। হত্যার অভিযোগে উপজেলার একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৪)-কে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের একটি কক্ষে মুদি দোকান দিতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন ধরে তার দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য ক্রয় করে বকেয়া পরিশোধে গড়িমসি করছিলেন। এমন অবস্থায় গতকাল সকাল ৮টার দিকে আবারও বাকিতে সিগারেট কিনতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে দোকানি এমরানকে দোকানের ভিতরই কোপাতে থাকেন লিটন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় বাদাঘাট ফাঁড়ির পুলিশ লিটনকে আটক করে।

সর্বশেষ খবর