রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

আতঙ্কে পিটিয়ে মারল অজগর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেলস ভাইপার মনে করে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ পিটিয়ে মারা হয়েছে। শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতির ডেপুটিপাড়ায় এ ঘটনা ঘটে। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে       গিয়ে থাকতে পারে। জানা যায়, স্থানীয় ফয়েজ আহমেদ নামে একজনের বসতঘরের সামনে ছোট একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তার চিৎকারে স্থানীয় লোকজন রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পরে বন বিভাগের লোকজন এসে নিশ্চিত করে যে এটি একটি অজগর সাপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর