রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মাঠে সাবেক ও বর্তমান মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এক ঘণ্টার ভারী বর্ষণে সিলেট নগরজুড়ে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। দিন দিন এই জলাবদ্ধতার ভয়াবহতা যেন বেড়েই চলছে। হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেও মিলছে না সুফল। এ অবস্থায় জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সাবেক ও বর্তমান দুই মেয়রই মনে করেন সিলেটের ছড়া-খাল পুরোপুরি উদ্ধার, সংস্কার ও খনন করা না গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না নগরবাসীর।  গতকাল বিকালে সিলেট নগরীর স্টেডিয়াম এলাকার বৈঠাখাল পরিদর্শন শেষে এমনই মন্তব্য করেছেন দুই মেয়র। জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে সিলেট নগর রক্ষায় সাবেক মেয়র বর্তমান মেয়রকে সহযোগিতারও আশ্বাস দেন। বৈঠাখাল পরিদর্শন শেষে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্ত করতে হলে অবশ্যই ছড়া-খাল দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে হবে। এজন্য নগরের ভিতর দিয়ে প্রবাহমান ২৩টি ছড়া-খাল ১৯৫৬ সালের ম্যাপ ধরে উদ্ধার করা হবে।  মেয়র আনোয়ারুজ্জামান আরও বলেন, প্রতিটি ছড়া-খাল দিয়ে পানি যাতে প্রতিবন্ধকতা ছাড়াই সুরমা নদীতে পতিত হতে পারে সেটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে সুরমা নদীর নাব্য বৃদ্ধির লক্ষ্যে খননের উদ্যোগ নেওয়া হবে। নগরভবন পরিচালনায় আরিফুল হক চৌধুরীর ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগানোরও প্রতিশ্রুতি দেন তিনি।

সর্বশেষ খবর