রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা
ইউএনও কাণ্ড

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনার চান্দের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা গুলিতে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানিয়েছেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্র থেকে জানা যায়, গত ১৬ জুন সকাল ১০টায় ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দ ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় হোমনা ইউপি সচিব মনির হোসেন ও উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি এনামুল হক উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন না। সকাল সোয়া ১০টায় ওই ইউনিয়নের তিনজন মেম্বার চাল বিতরণে বাধা দিয়ে বলেন, ‘ইউএনও ও ট্যাগ অফিসার তাদেরকে বলছে তালিকা ছাড়া তাদের কথামতো চাল বিতরণ করতে হবে।’ ইউপি চেয়ারম্যান বিষয়টি ইউএনওকে ফোনে বিস্তারিত জানান। তখন ইউএনও ইউপি চেয়ারম্যানকে বলেন, ‘মেম্বারদের সঙ্গে সমন্বয় করে চাল দিয়া দেন বা ফালাইয়া দেন বা যা খুশি তা করেন।’ এ সময় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইউএনওকে বলেন, ‘গত ১১ জুনের তালিকা মোতাবেক কার্ড বণ্টন হয়ে গেছে। এখন কীভাবে আমি মেম্বারদের সঙ্গে সমন্বয় করে চাল দিব।’ তখন ইউএনও ওই চেয়ারম্যানকে বেয়াদব বলে গালি ও সামনে থাকলে গুলি করবেন বলে হুমকি দেন। এই বিষয়ে চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘তিনি যে সব কথা বলেছেন তার কল রেকর্ড রয়েছে। গরিব মানুষের চাউল খেতে জনপ্রতিনিধি হইনি। আমি কোনো অনিয়ম করলে তিনি প্রমাণ দেখাক।’ হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘চাল বিতরণে তিনি অনিয়ম করতে চেয়েছিলেন। বাধা দেওয়ায় এসব অভিযোগ তুলছেন। আমার কাছে কি কোনো গুলি আছে, যে আমি ওনাকে গুলি করার হুমকি দেব।’

সর্বশেষ খবর