রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সীমান্তে আড়াই কোটি রুপির সোনা জব্দ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ফের বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জব্দ করা সোনার ওজন ৩.৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২.৪৮ কোটি রুপি। গতকাল বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত নদীয়া জেলার বর্ণবেড়িয়া সীমান্তচৌকি এলাকায় ৮ ব্যাটালিয়নের জওয়ানরা সোনার এ চোরাচালান বানচাল করেছেন। সন্দেহভাজন চোরাকারবারিরা যখন সোনার ৩০টি পাত বাংলাদেশ থেকে ভারতে সরবরাহের জন্য পাচার করতে যাচ্ছিলেন, তখনই হাতেনাতে তাদের ধরে ফেলা হয়। গ্রেফতার চোরাকারবারিরা হলেন-রোহণ দাস, অর্ণব কর্মকার ও ছোটন (নাম পরিবর্তিত)। তিন পাচারকারীই পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা।

পরবর্তী আইনি ব্যবস্থার জন্য চোরাকারবারিদের এবং জব্দ সোনা কলকাতার ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই)-এ    দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর