সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

মাচায় ঝুলছে রাশিয়ার আঙুর

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

মাচায় ঝুলছে রাশিয়ার আঙুর

গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ফিকে সবুজ রঙের লোভনীয় রাশিয়ার আঙুর। দিনাজপুরের আবহাওয়ায় কমলা, চা চাষের সাফল্যের পর এবার আঙুরেও সাফল্য দেখা গেছে। ব্যক্তিগত পর্যায়ে শৌখিনতার বশতঃ চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সহষপুর গ্রামের আল মোর্শেদ লাবণ্য।

পঞ্চগড় নির্বাচন অফিসের ডাটা অ্যান্ট্রি অপারেটর হিসেবে কর্মরত উদ্যমী যুবক আল মোর্শেদ লাবণ্য এ অঞ্চলের মাটিতে প্রাথমিকভাবে স্বল্প জমিতে রাশিয়ার বাইকুনুরসহ বিভিন্ন জাতের আঙুর চাষ করেন। বেশি ফলন এসেছে রাশিয়ার বাইকুনুর জাতের আঙুরে। তার বাড়ি সংলগ্ন এক শতক জমিতে বাঁশের মাচায় আঙুর চাষ করে সবার নজর কেড়েছেন। এখন আঙ্গুর ফলের গাছ দেখতে অনেকেই আসছেন তার বোচাগঞ্জের সহষপুর গ্রামের বাড়িতে। মাচার ওপর লতা গাছে আঙ্গুর ঝুলে আছে। দেখে কেউ কেউ পরিকল্পনা করছেন এই আঙ্গুর চাষ বাণিজ্যিকভাবে করা যায় কি না। এদিকে, ভৌগলিক কারণে হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় এ এলাকায় আঙ্গুর চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। আঙ্গুর চাষের প্রসার ব্যাপকহারে বাড়লে এ ফল আর আমদানি করতে হবে না। অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে- এমনটাই ভাবছেন আল মোর্শেদ লাবণ্যও। তিনি জানান, এক বছরের পুরনো পচা গোবর সার, এক ফুট গর্ত করে রেখে গাছ লাগাতে হয়। সঙ্গে ছত্রাকনাশক দিতে হবে। একটু উঁচু করে চারা লাগালে ভালো। ছয় মাস পরপর ইউরিয়া, পটাশ, ফসফেট, জিংক, বোরন, ছত্রাকনাশক দিতে হয়। ১৫ দিন পরপর মাকড়নাশক, ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে পাতায়।

সর্বশেষ খবর