বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা
বাজারভিত্তিক সুদহার

কিস্তির পরিমাণ না বাড়িয়ে মেয়াদ বাড়ানো যাবে

নিজস্ব প্রতিবেদক

বাজারভিত্তিক সুদহার চালু হওয়ার ফলে শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে গৃহ ঋণের কিস্তির পরিমাণ বেড়েছে। তাই শিল্পায়ন ও রপ্তানির গতিধারা অক্ষুণ্ন রাখতে এবং সীমিত আয়ের ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের বিবেচনা করে কিস্তির পরিমাণ বৃদ্ধি না করে ঋণের মেয়াদ বাড়ানো যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের সুবিধা গ্রহণ করার জন্য ঋণ গ্রহীতাকে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, গত বছরের ১ জুলাইর আগে ব্যাংক কর্তৃক নির্ধারিত কিস্তির পরিমাণ অপরিবর্তিত রেখে ঋণের কিস্তি আদায় করতে হবে; কিস্তি আদায়ের নিমিত্ত প্রয়োজনীয় মেয়াদ বৃদ্ধি করা যাবে। এরূপ আদায়ের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা হলে তা বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২ এর আওতায় ঋণ পুনর্গঠন হিসেবে গণ্য হবে না। বেতনভোগী চাকরিজীবীগণ কর্তৃক তাদের বেতনের বিপরীতে গৃহীত ঋণের ক্ষেত্রে উক্ত গ্রাহকের চাকরি হতে অবসর গ্রহণের সময়সীমার মধ্যে ব্যাংক তাদের নিজস্ব বিবেচনায় ঋণের অর্থ পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

সর্বশেষ খবর