শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতে স্পিকার পদ নিয়ে দুই দলের লড়াই

নয়াদিল্লি প্রতিনিধি

দীর্ঘ ১০ বছর পর ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার পদে নির্বাচন আজ। এর মধ্যে ১৯৪৬ সালের পর এবারই প্রথমবার লোকসভার স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সরকার ও বিরোধী দল। ফলে এবারে স্পিকার নির্বাচন অন্য সময়ের চেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ, ক্ষমতাসীন এনডিএ জোটের প্রধান অংশীদার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। স্পিকার পদে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট মঙ্গলবার মনোনয়ন দিয়েছে কেরালা থেকে আট বারের এমপি কোদিকুন্নিল সুরেশকে। অন্যদিকে এনডিএ জোট মনোনয়ন দিয়েছে সাবেক স্পিকার ওম বিড়লাকে। ফলে বিরোধী ইন্ডিয়া জোট ও ক্ষমতাসীন এনডিএর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, শুরুতে ওম বিড়লাকে স্পিকার হিসেবে সমর্থন দিতে আগ্রহী ছিল ইন্ডিয়া ব্লক। তাদের দাবি ছিল ডেপুটি স্পিকার পদ দিতে হবে বিরোধী দলকে। পার্লামেন্টের রীতি বজায় রাখার জন্য তারা এ দাবি তুলে। তাতে সাড়া না পেয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে বিরোধীরা স্পিকার পদে কোদিকুন্নিল সুরেশের মনোনয়নপত্র দাখিল করেন। সূত্রগুলো বলেছে, সরকার ও দেশ সবার সম্মতি নিয়ে চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ২৪ ঘণ্টা পরই বিজেপি নেতৃত্বাধীন নতুন জোট ও বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে অচলাবস্থা দেখা দেয়। ওদিকে দ্য হিন্দু লিখেছে, মঙ্গলবার দিনের শুরুর দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেছেন, যদি লোকসভার ডেপুটি স্পিকার পদ তাদের দেওয়া হয়, তাহলে স্পিকার পদে তারা সরকারের মনোনয়নকে সমর্থন করবেন। কিন্তু বিজেপির সিনিয়র এমপি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আহ্বানে অনুষ্ঠিত সভা থেকে কংগ্রেস এবং ডিএমকে প্রতিনিধিরা ওয়াকআউট করেন। ফলে ওই পদ নিয়ে কোনো সমঝোতা হয়নি। স্পিকার পদে ওম বিড়লার পক্ষে এনডিএ জোটের ২৯৩ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে। অন্যদিকে কে সুরেশের পক্ষে আছে ইন্ডিয়া জোটের ২৩২ জন। যদি রাজনৈতিক কোনো পালাবদল না ঘটে তাহলে বিড়লার জয় নিশ্চিত মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর