শিরোনাম
বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

উইন্ড শিল্ডে ফাটল, বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

মাঝ আকাশে উইন্ড শিল্ডে (সামনের কাচে) ফাটল দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিজি-১২৭ নামে ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে এটি আবুধাবির উদ্দেশে  চট্টগ্রাম ত্যাগের কিছু সময় পরই সামনের কাচে ফাটল দেখা দেয়। পরে বিমানটি নরসিংদীর মাঝ আকাশে চক্কর দিয়ে ঢাকায় জরুরি অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিমানের উইন্ড শিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। এ জন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি কমিয়ে নেয়। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেয়। নরসিংদীর বেলাবো থানার একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি চক্কর দিতে থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ফোন করে বিস্তারিত তথ্য জানতে চান। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে, ফ্লাইটটি রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির জন্য উড়াল দেয়। তবে ত্রুটির কারণে বেলাবোর আকাশে প্রায় ২৬-২৭ বার চক্কর দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বিমানটি মাঝ আকাশে বারবার চক্কর দিতে থাকলে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এক পর্যায়ে সেটি সেখান থেকে সরে গেলে জনমনে স্বস্তি ফেরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছিল। তবে এটি নিরাপদে অবতরণ করেছে। বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বুশরা ইসলাম জানান, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বালানি নিঃশেষ করার জন্য উড়োজাহাজটিকে কয়েকবার আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানটি নিরাপদ উচ্চতায় উড়ছিল। রাত ৩টায় অন্য ফ্লাইটে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর