শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

প্রত্যয় পেনশন স্কিমের প্রজ্ঞাপন বাতিল দাবি

প্রতিদিন ডেস্ক

কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিমের আওতায় আনার প্রজ্ঞাপন বাতিল দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঈদের ছুটির পর দ্বিতীয় দিনের মতো গতকাল কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় : প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ঈদুল আজহার ছুটির পর দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনেও দাবি উত্থাপন করেন শিক্ষক নেতারা। অর্ধদিবস কর্মবিরতি পালন শেষে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে দাবি আদায় না হলে আগামী ৩০ জুনের পূর্ণদিবস কর্মবিরতি এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা। এ সময় শিক্ষকরা ক্লাস-পরীক্ষাসহ কোনো দাফতরিক এবং একাডেমিক কাজে অংশ নেবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় : প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্সসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় শিক্ষকেরা কোনো ধরনের পাঠদান কার্যক্রমে অংশ নেননি। তবে পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় : প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচির ঘোষণা রয়েছে। ওইদিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের চলমান আন্দোলন ও আসন ফাঁকা থাকায় ভর্তির সময় বাড়ানো হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ১১ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম বৃদ্ধি এবং ১৫ জুলাই ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের চলমান আন্দোলনের কারণেই স্নাতক প্রথমবর্ষ ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু সময় পেছানো হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে দুই দিন অর্ধদিবস কর্মবিরতি চলছে। দাবি না মানা হলে আগামী ৩০ জুন পূর্ণদিবস এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচি পালিত হবে। এদিকে সর্বজনীন পেনশন নীতিমালার ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুজ্জামানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর