শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

আত্মহত্যার চেষ্টা তিন কিশোরীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তিন কিশোরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের কারণে ওই তিন কিশোরী আত্মহত্যার চেষ্টাও করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় অবস্থিত পুনর্বাসন কেন্দ্রটি সমাজসেবা মন্ত্রণালয় ও অধিদফতর দ্বারা পরিচালিত। খোঁজ নিয়ে জানা গেছে, পুনর্বাসন কেন্দ্রের তিন কিশোরী তানিয়া আক্তার শাহিনা (১৪), সাইমা আক্তার পিংকি (১৩) ও মুক্তামণি (১৫) নির্যাতন থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক এলাকার লোকজন ভবনের নিচে অবস্থান নেন। এ সময় তাদের আত্মহত্যা না করার জন্য বোঝানোর ফাঁকে আরও কিছু লোক ভবনের জানালার গ্রিল ভেঙে কার্নিশ থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে এটি কোনো আত্মহত্যা চেষ্টার ঘটনা নয়। ওই তিন কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। নির্যাতনের শিকার ওই তিন কিশোরী সাংবাদিকদের জানান, এ কেন্দ্রে তারা পুলিশের মাধ্যমে আসার কারণে কোনো টাকা দিতে হয় না। কিন্তু টাকার কারণে দায়িত্বে থাকা লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তাদের পরিবারের সঙ্গে কথা বলতে চাইলেও কথা বলতে দেওয়া হয় না। ঠিকমতো খাবার, গোসলসহ বসবাসে প্রয়োজনীয় কিছুই মিলে না। যে কারণে পালাতে নয় তারা আত্মহত্যার চেষ্টা করেছিল। এ ব্যাপারে পুনর্বাসন কেন্দ্রের পরিচালক বাসুদেব দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খুবই ব্যস্ত রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি কথা বলতে পারব না। ব্যস্ত আছি। তবে ওই তিন কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এখন ভালো আছে।’ ঘটনার সত্যতা ও কিশোরীদের আত্মহত্যার ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করলে বিষয়টি তিনি এড়িয়ে যান। শাহপরান (রহ.) থানার ওসি হারুন-উর-রশীদ বলেন, ওই তিন কিশোরী পুনর্বাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুনর্বাসন কেন্দ্রের সংশ্লিষ্টরা ৯৯৯ ফোন দিয়ে জানান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আত্মহত্যার চেষ্টার বিষয়টি সঠিক নয়। এ ছাড়া এই কেন্দ্র থেকে নির্যাতনের অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর