শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

সন্তানের দুধ কিনতে এসে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলার শিবু দইটারি গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী শারমিন আক্তার মমতাজ শনিবার বেইলি ব্রিজ বাজারে এসেছিলেন তার আড়াই বছরের মেয়ে ফাতেমার জন্য দুধ কিনতে। বাজারে হঠাৎ পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি একজন ঋণ খেলাপি। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এক রাত থানা হাজতে থাকার পর আদালত থেকে জামিন নেন তিনি। প্রকৃত আসামিকে পুলিশ না ধরে পরিবর্তে নিরপরাধ ওই নারীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। আসামির সঠিক নাম ঠিকানা যাচাইবাছাই না করে শুধু ডাক নামের মিল থাকায় এমন ঘটনা ঘটিয়েছে কাউনিয়া থানার পুলিশ। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

মামলায় মূল আসামি হচ্ছেন কুর্শা ইউনিয়নের শিবু বাগবাড়ি গ্রামের রফিকুল ইসলামের  স্ত্রী মোছা. মমতাজ বেগম। তার বিরুদ্ধে টিএমএসএসের ১ লাখ ৪২ হাজার ৯৫০ টাকা ঋণের বিপরীতে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারি পরোয়ানাটি তামিলকারী পুলিশ কর্মকর্তা এএসআই রবিউল ইসলাম মূল আসামিকে না ধরে শারমিন আক্তার মমতাজকে গ্রেফতার করে নিয়ে যান। পরদিন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত থেকে শারমিন আক্তার জামিন নেন। গতকাল দুপুরে ভুক্তভোগী শারমিন আক্তার মমতাজ মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা কারণে আমাকে এক রাত হাজতে রাখা হয়েছে। ছোট শিশুকে দুধ দিতে পারিনি। ভুল করে আমাকে গ্রেফতার করায় সামাজিকভাবে আমার মানহানি হয়েছে। আমি দায়ী পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই। সেই সঙ্গে আমাকে হয়রানি করার জন্য ন্যায়বিচার চাই। তিনি বলেন, মূল আসামি ঢাকায় বসবাস করছেন। কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান  বলেন, আমরা আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিল করেছি।

সর্বশেষ খবর