শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে ধর্ষণে তদন্ত কমিটি, দাবি যাত্রী নিরাপত্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারজনকে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। স্থগিত করা হয়েছে পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিস এস এ করপোরেশনের কার্যক্রম। সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে। এ ছাড়া ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে ভ্রমণ করা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণকান্ডে দায়ীদের কঠোর শাস্তি ও যাত্রী নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে গত বুধবার রেলওয়ে থানায় মামলা করেন। মামলার পর ওইদিন সন্ধ্যায় পুলিশ আটক মোহাম্মদ জামাল (২৯), মোহাম্মদ শরীফ (২২) ও রাশেদুল ইসলামকে (২৮) গ্রেফতার দেখায়। এ ছাড়া গতকাল সকালে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে আবদুর রব রাসেল (২৮) নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। গতকাল তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।  দায়ীদের কঠোর শাস্তি দাবি  : এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি ও যাত্রী নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে কোনো জবাবদিহি না থাকায় চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত জিআরপি এবং আরএনবিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সবাই মিলেমিশে টিকিটবিহীন যাত্রীদের থেকে টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে বলেও অভিযোগ করা হয়। গতকাল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে এসব অভিযোগ করেন।

সর্বশেষ খবর