শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

লাগামহীন ডিম সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, শাকসবজি, মাছ-মাংসের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিভিন্ন পণ্যের দাম বিভিন্ন সময় কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। প্রায় এক মাস ধরে ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচের কেজি। ১৫ দিন ধরে ১০০ টাকার নিচে মিলছে না শসা। হঠাৎ করে টমেটো বিক্রি হচ্ছে ১৫০  থেকে ২০০ টাকা। এ ছাড়া অন্যান্য সবজিও প্রায় শ’ টাকায় বিক্রি হচ্ছে। এতে লাগামহীন হয়ে পড়ছে সবজির বাজার। এ ছাড়া ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকার ওপরে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ২৫০ থেকে ৩০০ টাকায়। টমেটো প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা, শসা ১২০ টাকা, কচুরমুখি ১০০ টাকা, আলু ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে করলা প্রতি কেজি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা বিক্রি হচ্ছে। জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৬০ টাকা বিক্রি হচ্ছে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২২০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। মাছের বাজারেও ২০০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের মাছ। মধ্যবিত্তদের পছন্দের শীর্ষে রুই মাছও আকার ও মানভেদে ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।

কোরবানির মৌসুমে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়া নতুন ঘটনা নয়। গত বছরও ঈদের সময় হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। তখন প্রতি কেজি কাঁচা মরিচ ৫০০ টাকার আশপাশে বিক্রি হয়েছে। এরপর আমদানি করায় কাঁচা মরিচের দাম কমে যায়। এ বছর কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম বেশি হওয়ার পরও এখনো আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকে। এ ছাড়া বৃষ্টিসহ বিভিন্ন কারণে সরবরাহ খরচ বেড়েছে। তাই মরিচের দাম বাড়তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর