শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বিনা টিকিটে ভ্রমণে জরিমানা সাড়ে ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলওয়ের টিকিট কালোবাজারি রোধে স্টেশনসমূহে সিসি ক্যামেরা স্থাপনসহ ট্রেনে টিকিটের চেকিং ব্যবস্থা চালু রয়েছে। গত এপ্রিলে ১ হাজার ৬৩৩টি চেকিং কার্যক্রম পরিচালনা করা      হয়। এ সময় বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৩৮৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা হয় ২  লাখ ৯ হাজার ৩৪৬টি। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, টিকিট কালোবাজারি রোধে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ট্রেনে নিয়মিত টিকিট চেকিং করা হচ্ছে। নিয়মিত চেকিংয়ের বাইরেও ব্লক চেকিং ও স্পেশাল চেকিং পরিচালিত হচ্ছে। যাত্রীর ক্রয়কৃত টিকিট যাতে হস্তান্তর না হয় সে জন্য চলন্ত ট্রেনে টিটিইরা টিকিটের ওপর মুদ্রিত যাত্রীর নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ জন্মনিবন্ধনের সঙ্গে যাত্রীর নিকট থাকা পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ও যাত্রীর নাম মিলিয়ে  দেখেন। গরমিল পাওয়া গেলে যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে বিবেচনায় নিয়ে ভাড়া ও জরিমানা আদায় করা হয়। রেলওয়েতে চলছে ৩৫৩টি ট্রেন : নিলফামারী-৪ আসনের এমপি সিদ্দিকুল আলমের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, বর্তমানে রেলওয়েতে ৩৫৩টি ট্রেন চলাচল করছে। এর মধ্যে আন্তনগর ১১২টি, আন্তদেশীয় ৬টি, মেইল, এক্সপ্রেস ও কমিউটার ১৩৪টি, লোকাল-৭৫টি, গুডস ও কন্টেইনার  ট্রেন ২৬টি। রেলের ১২১টি স্টেশনে কম্পিউটার বেইজ ইন্টারলকিং সিস্টেমে সিগন্যাল : চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, বর্তমানে রেলওয়ের ১২১টি স্টেশনের সিগন্যাল কম্পিউটার বেইজ ইন্টারলকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনা পরিহারে যে কোনো জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামানোর জন্য অটোমেটিক ট্রেন স্টপ (এটিএস) প্রযুক্তি বাস্তবায়নের কাজ চলছে।

সর্বশেষ খবর