শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

কমে যাচ্ছে উন্মুক্ত স্থান

-- আদিল মোহাম্মদ খান

কমে যাচ্ছে উন্মুক্ত স্থান

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেছেন, বাসযোগ্যতায় উন্নতি বা অবনতি তা এক দিনে হয় না। ধীরে ধীরে তা দৃশ্যমান হয়। ঢাকা শহর বাসযোগ্যতায় আরও দুই ধাপ পিছিয়েছে, তার অন্যতম কারণ ঢাকা শহরে প্রতিদিনই উন্মুক্ত স্থান কমছে। হাতিরঝিল ভরাট, পান্থকুঞ্জ পার্কে এক্সপ্রেসওয়ে, আনোয়ারা উদ্যানসহ সরকারি অনেক খাস জায়গায় উন্নয়ন প্রকল্প হচ্ছে। এগুলো বাসযোগ্যতার একটা ইনডেক্স। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আদিল মোহাম্মদ খান আরও বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে বিগত সময়ে বড় ধরনের বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিপরীতে নগরে সুশাসন, সেবা সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা, উন্নয়ন প্রকল্পগুলোর সমন্বয়, উন্নয়ন পরিকল্পনায় বাসিন্দাদের অংশগ্রহণের বিষয়কে কম গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিক পরিষেবা, নগরের উন্নয়নে এলাকাভিত্তিক সাম্যতা, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, যানজট, বায়ু-পানিসহ পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান বের করতে না পারলে ঢাকা বাসযোগ্য হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর