শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পরিবেশের ভয়াবহ অবনতি

-- আহমদ কামরুজ্জামান মজুমদার

পরিবেশের ভয়াবহ অবনতি

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেছেন, বাসযোগ্যতায় অস্ট্রিয়া প্রথম আর সর্বশেষ অবস্থানে সিরিয়া। এ দুই দেশের মধ্যে পার্থক্যের কারণ পরিবেশ। পরিবেশ উন্নতির কারণে বাসযোগ্যতা শহরে অস্ট্রিয়া শীর্ষে অবস্থান রয়েছে। আর ঢাকা শহর শেষ দিকে অবস্থানের কারণ আমাদের পরিবেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বায়ুদূষণ, শব্দদূষণ ও যানজটের শহরে আমরা শীর্ষে অবস্থান করছি। একই সঙ্গে জনসংখ্যার জনঘনত্ব, পরিবেশ ও স্বাস্থ্য সেবায়ও আমরা একই অবস্থানে রয়েছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অধ্যাপক কামরুজ্জামান মজুমদার আরও বলেন, ঢাকা শহরে সবচেয়ে ‘অ্যালার্মিং’ বিষয় হলো অহরহ গাছ কেটে ফেলা। অথচ একটি শহরে পরিবেশের ভারসাম্য থাকতে হলে কমপক্ষে ২৫ শতাংশ সবুজায়ন দরকার। কিন্তু আমাদের আছে মাত্র ১০ শতাংশেরও কম। দিনে দিনে আরও কমছে। বর্তমানে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গাছ নিধন হচ্ছে। সার্বিকভাবে আমাদের পরিবেশগত অবস্থান ভালো নেই। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু বাজেটে আমরা ভালো নজর দিতে পারছি না। সেখানে অন্যান্য ‘রেশিও’র তুলনায় পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কম। এ সময় পরিবেশ দেখার জন্য ক্যাডার সার্ভিস ও পুলিশ সার্ভিস চালু করে পরিবেশ মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর