শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

অপরিকল্পিত নগরায়ণ

-- আলমগীর কবির

অপরিকল্পিত নগরায়ণ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেছেন, ঢাকায় এখনো অপরিকল্পিতভাবে নগরায়ণ হচ্ছে। পরিকল্পিত নগরায়ণের জন্য ‘ডিটেইল এরিয়া প্ল্যান’ (ড্যাপ) করা হয়েছে। কিন্তু অধিকাংশ স্থানে তা মানছেন না মালিকরা। জলাশয় ভরাট, খাল দখল, নদী ও খাল দূষণ, পার্ক ও মাঠ দখল হচ্ছে। একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ, যানজট ও জনঘনত্ব তো রয়েছেই। এসব কারণে আমাদের বাসযোগ্যতায় পরিবেশের ‘ইনডেক্স’ কমছে। এগুলো উন্নয়নে সরকারের অবহেলা বা দুর্বলতা রয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আলমগীর কবির বলেন, ঢাকা শহরের গাছপালা কেটে দিন দিন শহরকে উত্তপ্ত করা হচ্ছে। এই তো কয়েকদিন আগেও শহরে দাবদাহ বয়ে গিয়েছিল। আমাদের ‘কুলিং সিস্টেম’ নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভবন নির্মাণের সময় নিয়ম অনুযায়ী চারপাশে ফাঁকা জায়গা রাখার কথা বলা হয়েছে। সেই ফাঁকা জায়গায় গাছ রোপণ বা সবুজায়ন করার কথা রয়েছে। কিন্তু বাস্তবে তা মানছে না কেউ। এসব কারণে আমাদের বাসযোগ্যতা হারাচ্ছে। ঢাকা শহরের বাসযোগ্যতার উন্নতি করতে হলে মানুষ আসা বন্ধ করতে হবে। একই সঙ্গে দখল ও দূষণ নিয়ন্ত্রণে সরকারকে আরও সুদৃষ্টি দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর