শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিহত ৩, দুজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার এলাকার মোহাম্মদীয়া মার্কেটে ভয়াবহ আগুন -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার মোহাম্মদীয়া মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। নিহতরা  হলেন- সাতকানিয়ার মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (২৮) ও ইকবাল (২৬)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, মোহাম্মদীয়া মার্কেটের দ্বিতীয় তলার এক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদীয়া প্লাজা নামে দুটি ভবন পাশাপাশি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির পাঁচ তলার পর থেকে ব্যাচেলর ভাড়া বাসা। যে দুজন নারী আহত হয়েছে তারা পাশের গাউছিয়া মার্কেটের ছাদে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রিয়াজউদ্দিন বাজারে আগুনের সময় পাঁচ তলা ভবনের একটি বাসা থেকে হতাহত ব্যক্তিরা বের হতে পারেননি। ধোঁয়ায় তারা অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। দুই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজউদ্দিন বাজারের বাহার লেইনের মোহাম্মদী প্লাজা মার্কেটে গভীর রাতে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে প্রায় চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে পুরো মার্কেটে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে দম বন্ধ হয়ে মারা গেছেন তিনজন। এ ছাড়া মার্কেটের সিঁড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ভিতরে আটকা পড়েন অনেকে। মোহাম্মদীয়া প্লাজার প্রথম ও দ্বিতীয় তলায় মোবাইলের দোকান। তৃতীয় ও চতুর্থ তলায় গোডাউন। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় ব্যাচেলর ভাড়া ঘর। নিহতদের মধ্যে একজন ছয় তলার আর বাকি দুজন পঞ্চম তলার বাসিন্দা। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় অনেকে গ্রামের বাড়িতে গেছেন। না হলে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর