শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভা

আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

এদিকে বিএনপির সমাবেশের দিনে আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপি বা বিরোধী দলের কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বছরব্যাপী সারা দেশে চলবে। গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে প্লাটিনাম জুবিলি উপলক্ষে অনুষ্ঠিত বাইসাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর