শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত নিবিড় পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তারা বলছেন, করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সুবিধা সংবলিত কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে বাংলাদেশে তাঁর সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। এখানে মূলত তাঁর রোগগুলো যেন বেড়ে না যায়, সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রসঙ্গত গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। এর আগে গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।

সর্বশেষ খবর