সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রত্যাহার হয়নি গেইনট্যাক্স দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাহার হয়নি গেইনট্যাক্স দরপতন শেয়ারবাজারে

ঈদের পর শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও আগামী অর্থবছরের জাতীয় সংসদে বাজেট পাসের দিন বড় দরপতন হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগের ওপর অর্জিত লভ্যাংশে আরোপিত  গেইনট্যাক্স প্রত্যাহার করা হয়নি। ফলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইনট্যাক্স থাকবে না এমন খবরে কয়েকদিন উত্থান হয়। কিন্তু প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনট্যাক্স আরোপের যে ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছিলেন সেটা প্রত্যাহার করা হয়নি।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৯২টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৬৮টি প্রতিষ্ঠানের। ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৮ পয়েন্টে নেমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৫ লাখ টাকা। এর মাধ্যমে গত ১৩ মের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। লেনদেনের শীর্ষে ছিল লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৭৮ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ১৪  কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১৫ কোটি ৯২ লাখ টাকা।

সর্বশেষ খবর