সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়াকান্ডে কী ব্যবস্থা জানতে চান হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও কয়েক হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে- তা জানাতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আগামী সাত দিনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়কে এ তথ্য জানাতে বলা হয়েছে আদেশে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আইনজীবী বিপ্লব পোদ্দার। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার এক মাস অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি উপস্থাপনের পর আদালত এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলেছেন।

গত ২ জুন ‘৩০ হাজার যুবকের স্বপ্ন ভেঙে ২০ হাজার কোটি টাকা লুট’-শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাই কোর্টে রিট করা হয়।

সর্বশেষ খবর