মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নাটোরে সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতা

নাটোর প্রতিনিধি

নাটোরে সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতা

নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকার (২২) মারা গেছেন। ১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গত রবিবার বিকালে তিনি মারা যান। আশিক চান্দাই গ্রামের মিরন সরকারের ছেলে ও চান্দাই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দাই গ্রামে একটি সরকারি খাস পুকুর ইজারা নিয়ে পারকোল গ্রামের মৎস্য চাষি কসলেম উদ্দিন ও চান্দাই গ্রামের সাহেব আলীসহ কয়েকজন মাছ চাষ করেন। ১৪ জুন রাতে চান্দাই গ্রামের মিরন সরকার লোকজন নিয়ে পুকুরের মাছ মেরে নেন। পরদিন এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যায় মিরনের লোকজন কয়েকটি মোটরসাইকেলে গিয়ে চান্দাই করিম খাঁর মোড়ে সাহেব আলীর ছেলে সাকিবকে তুলে আনার চেষ্টা করে। এ সময় সাকিবের স্বজনরা এগিয়ে এলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে আশিক সরকারসহ উভয় পক্ষের আটজন আহত হন। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর