মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চলন্ত ট্রেনে ধর্ষণে চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ আদেশ দেন।

জানা যায়, ২৫ জুন সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগী ওই তরুণী নিজে বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ মোহাম্মদ জামাল (২৯), মোহাম্মদ শরীফ (২২) ও রাশেদুল ইসলামকে (২৮) এবং পরদিন নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে আবদুর রব রাসেলকে (২৮) গ্রেফতার করে। পরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত গতকাল আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত গতকাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত ওই তরুণীকে নিজ জিম্মায় যাওয়ার আদেশ দেন।

সর্বশেষ খবর