মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

৮১ ভরি সোনাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ৮১ ভরি সোনার বারসহ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসব সোনার বারের বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রশিদ। গতকাল রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল অবৈধভাবে ভারতে সোনা পাচারের জন্য কয়েকজন কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরি গ্রামের শহররক্ষা বাঁধে গোপনে অবস্থান করে। কিছুক্ষণ পর তারা তিনজনকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও অন্যজন গ্রেফতার হন। পরে তার শরীর তল্লাশি করে চারটি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৮১ ভরি এবং বাজারমূল্য আনুমানিক ৯৩ লাখ টাকা। জামিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর