মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কিশোর গ্যাং দমনে পুলিশের জোরদার টহল : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। শ্রেণিকক্ষে ৭০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ কমে আসবে। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।  কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ নিবারণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জানিয়ে মন্ত্রী বলেন, বিপথগামী কিশোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জেলা ও উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটিভির আওতায় আনার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও সংগ্রহ শেষে পর্যালোচনা করা হয়ে থাকে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৬১টিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়েছে। বাকি ৩৪টি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের লক্ষ্যে চারটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর