বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আসামেও ভয়াবহ অবস্থা

কলকাতা প্রতিনিধি

আসামের বন্যায় ২৩টি জেলার ১১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর মধ্যে গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। মারা গেছেন অন্তত ৪৮ জন।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ভূমিধস ও ঝড়ের কারণে নিহতের সংখ্যা ৪৮-এ পৌঁছেছে। বারপেটা, বিশ্বনাথ, কাছাড়, চরাইদের, চিরাং, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, জোড়হাট, কামরুপ মেট্রোপলিটন, কার্বি আংলং, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, মরিবাগাঁও, নগাঁও, নলবাড়ি শিবসাগর সনিতপুর তামুলপুর তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলার প্রায় ১১ লাখ ৩৪ হাজার ৪০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুরে, এ জেলায় ১ লাখ ৬৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরই দারাং জেলায় ১ লাখ ৪৭ হাজার মানুষ এবং গোলাঘাট জেলায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৭ হাজার মানুষ। এখন পর্যন্ত গোটা রাজ্যে পানির তলায় রয়েছে ২২০৮টি গ্রাম। বন্যার পানিতে নষ্ট হয়েছে ৪২,৭৪৬ হেক্টর আবাদি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, রাস্তা, সেতুর মতো অবকাঠামোগুলো। রাজ্যজুড়ে ব্যাপক বন্যার কারণে ৮ লাখ ৩২ হাজার গৃহপালিত পশু এবং হাঁস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর