বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতা হত্যায় ফাঁসি চারজনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদন্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে মামলার ১৩ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামি হলেন- রফিক উদ্দিন ঠাকুর, মাহফুজ আলী, মোকাররম হোসেন সোহেল এবং ইসমত আলী।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- আবদুল জব্বার, সিজার, ইদ্রিস আলী, বাবু, হারিছ, বকুল, লিমন, আবদুল্লাহ, শরিফ এবং মিজান। খালাসপ্রাপ্ত ১৩ জন হলেন- রাসেল, ইমদাদ, হাবিব, ইনু মিয়া, মুছা মিয়া, জনি মিয়া, নয়ন মিয়া, মো. সাদেক মিয়া, আরব আলী, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, মিস্টার আলী, মো. কামরুল ইসলাম এবং আল ইমরান।

উল্লেখ্য, ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের জের ধরে খুন হন আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ।

সর্বশেষ খবর