শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বীকারোক্তি প্রত্যাহার চান তিন আসামি

ভারতে এমপি আনার খুন রহস্য

নিজস্ব প্রতিবেদক

স্বীকারোক্তি প্রত্যাহার চান তিন আসামি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার তিন আসামির দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন তাদের আইনজীবী। এ তিন আসামি হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাবুবুর রহমানের আদালতে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের বিষয়ে শুনানি হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। তাদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। পরে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ বলে চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন। এদিকে, এমপি আনার হত্যাকান্ডে গ্রেফতার শিলাস্তি রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম এ আদেশ দেন।

এমপি আনার হত্যায় ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকান্ডের নতুন তথ্য দিয়েছেন আসামি ফয়সাল ও মুস্তাফিজ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল জানান, খাগড়াছড়ি থেকে আসামি ফয়সাল ও মুস্তাফিজকে যখন গ্রেফতার করা হয় তখনই তারা হত্যাকান্ডের বিষয়টি অকপটে স্বীকার করেছিলেন। এরপরও বিস্তারিত জানতে আমরা আদালতে রিমান্ড আবেদন করি। আসামিরা আমাদের জানায়, আক্তারুজ্জামান শাহিন ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি বলেন, যতদিন তাদের পাসপোর্ট হয়নি ততদিন তারা শাহিনের বাসায় ছিলেন। সেখানে থেকেই শাহিনের পিএসের মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করেন। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম।

সর্বশেষ খবর