সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জুনে কমেছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক

জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। সাধারণ, খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতির হার।

গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে দেখা যায়, জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, যা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ। এছাড়া জুনে বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর