সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

মধ্যরাতে তিন সন্তানকে জিম্মি করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়ে নিজের তিন সন্তানকে জিম্মি করেছেন মাদকাসক্ত এক বাবা। শনিবার দিবাগত রাতে স্থানীয় মুক্তকণ্ঠ মাঠ এলাকার বস্তিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের একাধিক টিম দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে তিন শিশুকে উদ্ধার করে। তবে শিশুদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে সংবাদে তিন শিশু ও তাদের মায়ের পরিচয় প্রকাশ করা হয়নি। আকবর শাহ থানার ওসি গোলাম রাব্বানী বলেন, ‘অভিযুক্ত পিতা মাদকাসক্ত হয়ে এমন পাশবিক কাজ করেছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিন শিশুকে উদ্ধার করে তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। তাদের মায়ের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়রা জানান, অভিযুক্ত মোহাম্মদ সুমনের (৩২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই বস্তিতে থাকেন। তার তিন সন্তানের মধ্যে একজনের বয়স সাত বছর, আরেক জনের চার বছর, আর একজন মাত্র পাঁচ দিনের নবজাতক। পুলিশ জানিয়েছে, সুুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে আকবর শাহ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ আছে। সে প্রায় মাদকসেবনের পর স্ত্রীকে মারধর করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাইরে থেকে মাদকসেবন করে বাসায় যায় সুমন। এরপর সে স্ত্রীকে বেদম পিটিয়ে বাসা থেকে বের করে দেয়। পরে নিজের পাঁচ দিন বয়সী নবজাতককে ছুরি দিয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে সুমন তার বাকি দুই শিশু সন্তানসহ সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় সে ঘরের টিনের দরজাও ভিতর থেকে আটকে দেয়।

এদিকে খবর পেয়ে রাত দেড়টার দিকে আকবর শাহ থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। তারা সুমনের ঘর চারদিক থেকে ঘেরাও করে রাখে। এ সময় পুলিশ ভিতরে ঢোকার চেষ্টা করলে তিন শিশুকে হত্যার হুমকির মুখে পিছিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ভোর সাড়ে ৫টার দিকে টিনের দেয়াল কেটে বাসার ভিতরে ঢুকে তিন শিশুকে উদ্ধার করে পুলিশ। এরপর তাদের মায়ের জিম্মায় দেওয়া হয়।

সর্বশেষ খবর