শিরোনাম
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন তার সম্পত্তি জব্দের (ক্রোক) আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার সম্পত্তি জব্দের আদেশ দেন। জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে- রাজধানীর বসুন্ধরায় ৬ কাঠা জমি, খিলক্ষেতে থাকা ৩৩ শতাংশ জমি, বাড্ডার বড় কাঁঠালদিয়া মৌজার ৪ কাঠা এবং গাজীপুরের চন্দনা মৌজার ৫ কাঠা জমি। এসব জমির দলিলমূল্য দেখানো হয়েছে ৮৫ লাখ ৪০ হাজার টাকা।

জব্দের আদেশ দেওয়া ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেসের মধ্যে রয়েছে, কাকরাইলের আইরিশ নূরজাহান টাওয়ারে কমন স্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার দলিল মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। একই ভবনে কারপার্কিং স্পেসসহ ১৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা। কাকরাইলে ১৯০০ বর্গফুট ও ৩৮০০ বর্গফুটের ফ্ল্যাটসহ কারপার্কিং যার মূল্য ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে ৪ হাজার বর্গফুটের তিনটি অফিস স্পেস, যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার টাকা করে। মোহাম্মদপুরে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস, যার মূল্য ২ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা এবং বনানীতে ৭২ লাখ টাকার ২৪২৮ বর্গফুটের ফ্ল্যাট। জব্দের আদেশ দেওয়া এসব জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেসের দলিলমূল্য দেখানো হয়েছে মোট ৮ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা। যদিও বর্তমানে এসবের বাস্তবে মূল্য আরও অনেক বেশি হবে।

সর্বশেষ খবর