মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্যবসায়িক দ্বন্দ্বে যুবক খুন, ২৮ দিন পর গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুটি খুনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মনা নামে এক যুবক খুন হয়েছেন। অন্যদিকে নিখোঁজের ২৮ দিন পর গতকাল সকাল ৮টায় বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বড়ডেইলা জঙ্গল থেকে মো. ইরফান নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃক্সক্ষলা বাহিনী। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, দীর্ঘদিন ধরে জুয়েল (২৪) ও তার বন্ধু মনার মধ্যে হোটেলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে রবিবার রাতে বাইরে থেকে লোকজন এনে মনাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনার বাবা মামলা করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে।

অন্যদিকে বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর মো. ইরফান নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইরফান সাধনপুর ইউনিয়নের মোকামিপাড়া এলাকার বাসিন্দা। বাঁশখালী রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগ্চী বলেন, ইরফান গত ১১ জুন নিখোঁজ হন। বিদেশে থাকাকালীন তার সঙ্গে এক নারীর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে অভিমান করে ইরফান জঙ্গলে গিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তার পরিবার ও আত্মীয়স্বজন পরনের কাপড়-চোপড় এবং ব্যবহৃত মোবাইল দেখে লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর