মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্ল্যান পাসে ঘুষ দুদকের অভিযান রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাত তলা ভবনের প্ল্যান পাসে ১ লাখ ও ১০ তলা ভবনের জন্য ২ লাখ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এ টাকা না দিলে প্ল্যান পাস হয় না। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযানে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পরিচয় গোপন করে সেবাগ্রহীতা সেজে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

দুদকসূত্রে জানা যায়, আরডিএ’র কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভবন নির্মাণে প্ল্যান অনুমোদনের জন্য ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে আরডিএ অফিসে সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানতে পেরেছে প্রতিটি নকশা অনুমোদন করার জন্য ঘুষ দিতে হয়। টিম অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা আছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগ আছে, রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়ার বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর বাড়ির পাশেই বহুতল ভবন নির্মাণ করছেন গোলাম আজম। আরডিএ অনুমোদিত নকশার বাইরে এ ভবন নির্মাণ হচ্ছে। এ কারণে আরডিএতে অভিযোগ করে এরশাদ আলীর পরিবার। অভিযোগ তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়ে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি ভবনটির চারদিকের প্ল্যানবহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলতে চিঠি দেয় আরডিএ। কিন্তু ওই নির্দেশনা আমলে নেননি গোলাম আজম। একইভাবে আরেকটি পরিকল্পনাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নগরীর রানীবাজার টাইলসপট্টির একটি ড্রেন দখল করে। এ ভবনের মালিক পাভেল, তার মা ও বোন। অভিযোগ পেয়ে আরডিএ ভবনটির মালিককে নির্মাণকাজ বন্ধের পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে রবিবার সাতটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আরডিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ আছে ভবনের প্ল্যান অনুমোদনের জন্য আরডিএ’র নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার। নকশা প্রস্তুতকারীদের মাধ্যমে এ অর্থের লেনদেন হয়। আরডিএ’র অথরাইজড্ ও এস্টেট শাখার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে ঘুষ না দিলে ফাইল নড়ে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর