শিরোনাম
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বংশী নদীর পাড়ের ৮৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাভারের বংশী নদীর পাড়ের ৮৫০ অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা জেলার ডিসি, সাভারের ইউএনওকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে নদী কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে জানানো হয়, বংশী নদীর পাড়ে ৮৫০টি অবৈধ স্থাপনা রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ বাকির হোসেন মৃধা। নদী কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাওসার।

আদেশের পর ব্যারিস্টার বাকির হোসেন মৃধা সাংবাদিকদের বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর জুনে বংশী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সাভারের ইউএনওকে তলব করেন হাই কোর্ট। এরপর ইউএনও ওই বছরের ১৮ জুলাই হাজির হন। আদালত তাকে ওই নদীর পাড়ের লিজের নথি তলব করেন। তিনি বলেন, সর্বশেষ চলতি বছর মার্চে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নদীর পাড়ের অবৈধ স্থাপনার বিষয়ে সার্ভে করে প্রতিবেদন দিতে নদী কমিশনকে নির্দেশ দেন আদালত। গত ৩০ জুন নদী কমিশন প্রতিবেদনসহ সার্ভে প্রতিবেদন আদালতে দাখিল করেন। ওইদিন আমরা প্রতিবেদনে থাকা ৮৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আবেদন করি। পরে আদালত শুনানি ও আদেশের জন্য ৯ জুলাই (গতকাল) দিন ধার্য করেন।

সর্বশেষ খবর