বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বিশ্বকাপের পর সামনে আরেক শিরোপা

ইতিহাস গড়েই চলেছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়েই চলেছেন মেসি

ইতিহাস গড়েই চলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর সামনে আরও এক কোপা আমেরিকার শিরোপা। জুনে ৩৭ বছরে পা দিয়েছেন ফুটবলের রাজপুত্র। আটবারের বিশ্বসেরা ফুটবলার মেসি রয়েছেন দারুণ ছন্দে। অসাধারণ খেলছেন। একই সঙ্গে দলকে খেলাচ্ছেন। সাফল্যও পাচ্ছেন। গতকাল সকালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দারুণ এক জয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে উঠেছেন মেসিরা। গত পাঁচ আসরে চতুর্থবার ফাইনাল খেলছে আলবিসেলেস্তারা। ফাইনাল নিশ্চিত করার পর একটি রেকর্ডের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা ও মেসি। স্পেনের পর টানা তিনটি বড় আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্পেন ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন এবং ২০১০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মেসি ও আর্জেন্টিনা ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে খেলছে কোপার ফাইনাল। সেমিফাইনালে কানাডার বিপক্ষে একটি গোল করেন মেসি। চলতি আসরে এটাই প্রথম গোল আটবারের বিশ্বসেরা ফুটবলারের। ১৮৬ আন্তর্জাতিক ম্যাচে এটা মেসির ১০৯ গোল। তার চেয়ে এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২১২ ম্যাচে রোনালদোর গোল ১৩০টি। কানাডাকে হারিয়ে ফাইনালে উঠে উচ্ছ্বসিত মেসি, ‘সত্যি বলতে, আর্জেন্টিনা দল যেভাবে খেলছি, সেটা এক কথায় দারুণ।’ রবিবার সকালে মিয়ামিতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কলম্বিয়ার জয়ী দল।

সর্বশেষ খবর