বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে আরও কয়েক দিন থাকবেন খালেদা

আনপ্রেডিকটেবল অবস্থা তাঁর : চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। প্রতিদিনই বিভিন্ন রকমের স্বাস্থ্যগত পরীক্ষানিরীক্ষা চলছে। এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ ওঠানামা করছে। তিন দিন আগে তার পরিমাণ আশঙ্কাজনকভাবে নিচে নেমে গিয়েছিল। এ ছাড়া লিভার সিরোসিসের কারণে আরও বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। সেগুলো স্থিতিশীল পর্যায়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এ নিয়ে প্রতিদিনই দুবার করে বৈঠকে বসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করছে বোর্ড। গতকালও তারা বৈঠক করেছেন। দুই দিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। এ সময় তারা দেশীয় চিকিৎসকদের চিকিৎসা ক্ষেত্রে দক্ষতার কথা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ম্যাডামের অবস্থাটা আসলে ‘আনপ্রেডিকটেবল’। একটা রোগের অবস্থা একটু স্থিতিশীল হলে- পরদিনই আবার দেখা যাচ্ছে- অন্য একটি জটিলতা তৈরি হয়েছে। তাছাড়া লিভার সিরোসিসের মতো জটিল রোগগুলো তো রয়েই গেছে। তার মধ্যে কয়েকদিন আগে হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। দেশি-বিদেশি সব চিকিৎসকই যত দ্রুত সম্ভব তাকে বিদেশের কোনো ‘মাল্টি ডিসিপ্লিনারি হেলথকেয়ার সেন্টারে’ নেওয়ার পরামর্শ দিয়েছেন। সরকারের অনুমতি না পাওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। ফলে মেডিকেল বোর্ডের সদস্যরাই তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডা. জাহিদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। প্রসঙ্গত, গত সোমবার অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও গত ২১ জুন রাত ৩টার দিকে খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জুন হাসপাতালে তার হৃদ যন্ত্রে পেসমেকার বসানো হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ২ জুলাই খালেদা জিয়া তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এক সপ্তাহের মাথায় হৃদ?যন্ত্রের সমস্যার কারণে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভারে অস্ত্রোপচার করেন।

সর্বশেষ খবর