বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভুল গ্রুপের রক্ত ঢাকায় রোগীর মৃত্যু অভিযোগ স্বজনের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভুল গ্রুপের রক্ত দেওয়া রোগী ফাতেমা বেগম (৪৪) মারা গেছেন। গতকাল সকালে তিনি ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ফাতেমা বেগমের ছেলে আবদুল্লাহ আল মারুফ জিয়ামের বন্ধু ইয়াসিন আরাফাত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানদের গাফিলতির কারণে রোগীর মৃত্যুর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দাখিল করেনি। সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, কোনো মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি চাই এটির বিচার বিভাগীয় তদন্ত হোক। দোষীদের বিচারের মুখোমুখি করা হোক। আমরা আর জীবন নিয়ে খেলা দেখতে চাই না। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ইউনুস আলী বলেন, রোগীকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার বিষয়ে ৩ জুলাই ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগী ও তাদের স্বজন ঢাকায় অবস্থান করায় কমিটি তদন্ত প্রতিবেদন দেওয়া যায়নি। কমিটি তদন্ত রিপোর্ট দিলে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, জরায়ু মুখে অপারেশনের জন্য ২১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন নগরীর কেরানীপাড়ার বাসিন্দা দুলাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম। পরদিন তার অপারেশনের জন্য রক্ত পরীক্ষা করে তার গ্রুপ নির্ধারণ করা হয় ‘এ’ পজিটিভ। ২২ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা বেগমের অপারেশন হয়। এরপর তাকে ‘এ’ পজিটিভ রক্ত দেওয়া হয়। এর ৪ ঘণ্টা পর ফাতেমা বেগমের ক্যাথেটার দিয়ে প্রায় এক ব্যাগ রক্ত ঝরে। খবর পেয়ে চিকিৎসকরা এসে জরায়ু মুখে আবার অপারেশনের কথা বলেন। এ জন্য আবারও ফাতেমা বেগমের রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে পাঠানো হয়। এবার তার রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ দেখা যায় এবং ফাতেমা বেগমকে ভুল রক্ত দেওয়ার জন্য তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যায়। এরপর ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়। সেখান থেকে তাকে ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর