শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কনস্টেবল নিয়োগে ঘুষ

সাবেক এসপিসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। এটি দাখিল করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম।

গতকাল চার্জশিটটি গ্রহণ করেছেন মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের সেশন সহকারী। দুদকের উপপরিচালক মো. আকতারুজ্জামান জানান, গত বছরের (২০২৩) ৫ জুলাই মাদারীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ১ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। মাদারীপুরের সাবেক এসপি সুব্রত কুমার হালদার (বর্তমানে পলাতক), কনস্টেবল (সাময়িক বরখাস্ত ও পলাতক) মো. নুরুজ্জামান সুমন, কনস্টেবল (সাময়িক বরখাস্ত) জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পিয়াস বালা এবং মাদারীপুরের সাবেক টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) গোলাম রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আকতারুজ্জামান বলেন, দীর্ঘ তদন্তের পর সাবেক এসপিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

সর্বশেষ খবর