শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আদালতের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে এসেছি : জাপানি মা

নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননা মামলার শুনানি ও হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন আলোচিত জাপানি মা নাকানো এরিকো। আদালতে এসে নাকানো এরিকো বলেন, আদালতের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে এসেছি। মামলার শুনানির সময় আপিল বিভাগে উপস্থিত থাকতে জাপান থেকে চলে এসেছেন তিনি। গত ৯ মে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘটনায় আদালত অবমাননা মামলা করেন তার বাংলাদেশি স্বামী ইমরান শরীফ। এই মামলার শুনানি ও হাই কোর্টের রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিল শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। গতকাল শুনানি শেষে আগামী ১৫ জুলাই নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে নাকানো এরিকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রেশাদ ইমাম।

সর্বশেষ খবর