শিরোনাম
শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কেএনএফ সংশ্লিষ্টতা

বান্দরবানে আরও পাঁচজন গ্রেপ্তার জেলহাজতে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সংশ্লিষ্টতায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বৃহস্পতিবার ওই সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করে রুমা থানার কাছে সোপর্দ করে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন-

আসামি লাল হিম সাং বম (৩৭), রাম সাং লিয়ান বম (২৫), লাল পিয়ান সাং বম (৩৬), লাল চন সাং বম (৪৮) এবং লাল সিয়াম থাং বমকে (৩৮)। গতকাল বিকালে তাদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম নাজমুল হকের এজলাসে হাজির করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ আদালত পাঁচ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত সবাই রুমা সদর ইউনিয়নের লাইরুম্পি পাড়ার বাসিন্দা। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় এ পর্যন্ত মোট ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর