শিরোনাম
শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম, মো. মিরণ ওরফে সুজন, মো. মেহেদী হাসান রাজীব, মো. মোবারক হোসেন ওরফে নয়ন এবং আবদুল মতিন। গত বুধবার সন্ধ্যায় মতিঝিলের এজিবি  কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল এসব  তথ্য জানান ডিবির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান। তিনি বলেন, আমরা জানতে পারি, কিছু অপরাধী ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেট কার নিয়ে ডাকাতির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এজিবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ডিবি পুলিশের জ্যাকেট, দুটি চাকু, দুটি ডিবি পুলিশ লেখা স্টিকার, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি লেজার লাইট, দুটি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতাররা ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীসহ বিভিন্ন মহাসড়কের নির্জন স্থানে তাদের টার্গেট করা ব্যক্তি ও পণ্যবাহী গাড়ি আটকে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর