রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বন্যার সঙ্গে ভাঙন নিঃস্ব অনেকে

প্রতিদিন ডেস্ক

বন্যার সঙ্গে ভাঙন নিঃস্ব অনেকে

শরীয়তপুরে ভাঙছে নদী -বাংলাদেশ প্রতিদিন

বন্যায় একদিকে উন্নতি হলেও আরেক দিকে অবনতির খবর পাওয়া গেছে। এ ছাড়া বন্যার পানি কমলেও দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ কমেনি। বন্যার পাশাপাশি নদীভাঙন বন্যার্তদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা অবস্থা হিসেবে দেখা দিয়েছে। এর মধ্যে উজান থেকে নেমে আসা পানির কারণে পদ্মায় গত দুই দিনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে নতুনভাবে আতঙ্ক সৃষ্টি হচ্ছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে সব কটি নদনদীর পানি কমলেও কমেনি মানুষের দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সব কটি নদনদীর পানি কমলেও এখনো ব্রহ্মপুত্র নদের দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ। একদিকে বন্যা অন্যদিকে নদীভাঙন- এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। বন্যার্তদের মধ্যে অনেকেই উঁচু স্থান থেকে এখনো বাড়িতে ফেরেননি।

সিরাজগঞ্জ : যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করলেও বানভাসি এবং ভাঙন কবলিতদের দুর্ভোগ কমছে না। যমুনার পানি এখনো বিপৎসীমার ৩০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো হাজার হাজার বসতভিটা, দোকানপাট ও তাঁত কারখানা পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ২০ দিন ধরে বসতভিটা তলিয়ে থাকায় ঘরবাড়ি নষ্ট হতে শুরু করেছে।  বগুড়া : বন্যার পানিতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।  একদিকে কাজকর্ম নেই অন্যদিকে বানভাসিদের পুঁজি শেষ হওয়ায় আর্থিক সংকট দেখা দিয়েছে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসিরা। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে থাকায় অনেকে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গাইবান্ধা : দ্বিতীয় দফায় বন্যায় গাইবান্ধায় এখনো পানিবন্দি হয়ে রয়েছে ৪০ হাজরেরও বেশি পরিবারের লক্ষাধিক মানুষ। পানিতে নিমজ্জিত রয়েছে আউশ ধান, পাট, ভুট্টা, বীজতলা ও শাকসবজিসহ ৬ হাজার ৪৩৬ হেক্টর কৃষিজমির ফসল। পানি কমা-বাড়ার ফলে গত দুই সপ্তাহেরও বেশি সময় বন্যায় নিমজ্জিত থাকা জেলার প্রধান অর্থকরী ফসল পাট খাতে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতি হয়েছে রোপা আমন, তিল, কালাই, বাদাম, ভুট্টাসহ অন্যান্য শাকসবজি।

রাজবাড়ী : উজা?ন থে?কে নে?মে আসা পা?নি?র কার?ণে পদ্মা নদী গত দুই দি?নে বিপৎসীমার ওপর দি?য়ে প্রবা?হিত হ?চ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পা?নি ৭? সে?ন্টি?মিটার বৃ?দ্ধি পে?য়ে বিপৎসীমার ৭ দশ?মিক ৯৭? সে?ন্টি?মিটার ওপর দি?য়ে প্রবা?হিত হ?চ্ছে। বিষয়?টি নি?শ্চিত ক?রে?ছেন রাজবাড়ী পা?নি উন্নয়ন বো?র্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আ?মিন। পা?নি বৃ?দ্ধির কার?ণে নদীতীরবর্তী অ?নেক এলাকায় পা?নি প্রবেশ ক?রে?ছে।

জামালপুর : জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমলেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৬ উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। তলিয়ে আছে বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি মাঠ। 

টাঙ্গাইল :  টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে, যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ফটিকজানি নদী, বংশাই নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ খবর