শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাজ্যগামী যাত্রীর ব্যাগে মিলল ৮ কেজি জর্দা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী এক যাত্রীর লাগেজ থেকে ৮ কেজি জর্দা ও ৫ কার্টন বেনসন সিগারেট উদ্ধার করেছে এপিবিএন-এর ইন্টেলিজেন্স টিম। গতকাল সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. লিয়াকত আলী (৬২) নামের এক যাত্রীর ব্যাগ থেকে এই সিগারেট ও জর্দা উদ্ধার করা হয়।

নিয়মবহির্ভূতভাবে তিনি এগুলো বাংলাদেশ বিমানের (বিজি-২০১)  ফ্লাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।  এপিবিএন ৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের বাসিন্দা মো. লিয়াকত আলী বাংলাদেশ বিমানের (বিজি-২০১) ফ্লাইটে ম্যানচেস্টার যাওয়ার জন্য ওসমানী বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরে প্রবেশের পরই তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় মো. লিয়াকত আলীর লাগেজ স্ক্যান করে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা    পাওয়া যায়।

সর্বশেষ খবর